Website Logo

কলেজের সংক্ষিপ্ত ইতিহাস

Image

কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলাধীন এগারসিন্দুর ইউনিয়নের তৎকালীন ইউনিয়ন চেয়ারম্যান জনাব মরহুম মতিউর রহমান সরকার এবং সর্বজন শ্রদ্ধেয় আলেম জনাব মরহুম মাওলানা মোহাম্মদ এখলাছুদ্দীন মহোদয়ের নেতৃত্বে এগারসিন্দুর ও বুরুদিয়া ইউনিয়নের সর্বস্তরের নাম না জানা জনগন অত্র এলাকার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী তথা মেয়েদের লেখাপড়ার পথ সুগম করার জন্য একটি কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় অধ্যাপক আহমেদ ফজলুল করিম দুলাল তাদের সঙ্গে সংযুক্ত হন। তিনি তৎকালীন বিধি বিধান অনুযায়ী সকল শর্ত পূরণ করে প্রতিষ্ঠাতা হিসাবে তাঁর দক্ষতা, অভিজ্ঞতা, কর্মচাঞ্চল্য ও বিরামহীন প্রচেষ্টায় ১৯৯২ সালের ১লা নভেম্বর তাঁর দাদা হাজী জাফর আলীর নামে প্রতিষ্ঠা করেন “হাজী জাফর আলী (ডিগ্রী) কলেজ”। তাঁর আর্থিক সাহায্য ও প্রত্যক্ষ শ্রমের কারনেই কলেজটি দ্রুত প্রতিষ্ঠা লাভ করে। তিনি হাজী জাফর আলী (ডিগ্রী) কলেজটিকে কিশোরগঞ্জ জেলার একটি অনন্য প্রতিষ্ঠানে উন্নীত করার স্বপ্ন দেখতেন। কিন্তু তাঁর আকষ্মিক মৃর্ত্যুর ফলে সে স্বপ্ন পূরণ হয়নি। তিনি ৫৪ বছর বয়সে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়ে ২০০৪ সালের ১১ মার্চ ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহে.......রাজেউন)। তাঁর মৃর্ত্যুর পর চাচাত ভাই আহমেদ ইসমাইল হোসেন মাসুদ সাহেব কলেজের হাল ধরেন। তিনি কলেজের অবকাঠামোতে ব্যাপক উন্নয়ন করেন, এমপিওভূক্তির পূর্ব পর্যন্ত শিক্ষক/কর্মচারীদের নিয়মিত মাসিক বেতন প্রদান করেন এবং মেধাবী ছাত্র/ছাত্রীদের মাসিক তিনশত টাকা থেকে পাঁচশত টাকা বৃত্তি প্রদান করেন এ ছাড়াও তিনি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বই ক্রয় করে দেন। এমপিওভূক্তির পর কলেজটি নিজস্ব আয়ে চলতে চলতে বর্তমানে কিশোরগঞ্জ জেলায় অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান হিসাবে পরিচিতি পেয়েছে।