ঈশাখাঁর স্মৃতি বিজড়িত জনপদ ব্রহ্মপুত্র নদ তীরবর্তী কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার অন্তর্গত ঐতিহ্যবাহী এগারসিন্দুর ইউনিয়ন এলাকায় শিক্ষা বিস্তারের উদ্দেশ্যকে সামনে রেখেই কতিপয় গুণী ব্যক্তির উদার প্রয়াসে ১৯৯২ সালের ১লা নভেম্বর গড়ে ওঠে হাজী জাফর আলী ডিগ্রী কলেজ। সরকারের ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের গৃহীত পদক্ষেপের সাথে তাল মিলিয়ে চলছে হাজী জাফর আলী ডিগ্রী কলেজ। কলেজের সকল তথ্য ছাত্র, শিক্ষক ও অভিভাবকের কাছে দ্রুত পোঁছে দেওয়ার জন্য এই ওয়েবসাইট চালু করা হল। ভর্তি কার্যক্রম, ফলাফল প্রস্তুত করাসহ নম্বরপত্র, ছাত্র/ছাত্রী ও শিক্ষকের ডাটাবেজ তৈরি করে সকল তথ্য সংরক্ষণ করার ব্যবস্থা করা হয়েছে। কলেজের আপডেট তথ্য সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই ওয়েবসাইট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সম্মানিত অভিভাবকগণ আন্তরিক সহযোগিতা ও মুল্যবান পরামর্শ দিয়ে আমাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবেন- এটাই আমাদের প্রত্যাশা।