০১/১১/১৯৯২ ইং সালে মরহুম অধ্যাপক আহমেদ ফজলুল করিম (দুলাল) সাহেব দাদার নামে প্রতিষ্ঠা করেন “হাজী জাফর আলী (ডিগ্রী) কলেজ”। কলেজটির অবস্থান এবং ক্যাম্পাস অত্যন্ত সুন্দর ও মনোরম। ১৬৩, কিশোরগঞ্জ - ২ (পাকুন্দিয়া-কটিয়াদী) নির্বাচনী এলাকার বর্তমান সংসদ সদস্য মহোদয়ের মনোনয়ন পেয়ে আমি উক্ত কলেজের সভাপতির দায়িত্ব পালন করছি। ডিজিটাল বাংলাদেশের স্বপ্নকে বাস্তবতায় রূপ দিতে বাংলাদেশ সরকারের বিভিন্ন পদক্ষেপের আওতায় তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় হতে আমরা একটি আধুনিক আইসিটি ভবণ ও কম্পিউার ল্যাব পেয়েছি। মাল্টিমিডিয়া ক্লাশ চলমান। নিজস্ব ওয়েব সাইট চালু করে আমরা আজ ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজে আরো একধাপ এগিয়ে গেলাম। কলেজের প্রতিষ্ঠাতা মহোদয়ের স্বপ্ন পূরণে কলেজের সার্বিক উন্নয়নে আমি কাজ করে যাচ্ছি। অত্র এলাকার সকল শ্রেণী পেশার মানুষের সন্তানেরা এই প্রতিষ্ঠানে লেখা-পড়া শিখে দক্ষ জনশক্তি হিসাবে গড়ে উঠবে এই প্রত্যাশা করি।